সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।
আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকেই নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।এরমধ্যে শেরপুর জেলা শহরের শহীদ মাহবুব আলম এর কবরে জেলা প্রশাসক মোহাম্মদ তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করেন এবং শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ ইউনিফর্মে মাহবুবের কবরস্থানে সালাম প্রদর্শন করেন। এরপর মাহবুব আলমসহ শেরপুরের জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের রোগমুক্তি,সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এ ছাড়াও সকালে মাহবুব আলমের কবরে একে একে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, এনসিপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন । এরপর শেরপুর শহরের সরকারি কলেজ মোড়ে শহীদ মাহবুব চত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার আমিনুল ইসলাম। পরে সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা পরিষদ আয়োজনে শিল্পকলা একাডেমীর সম্মুখ হইতে জুলাই গণঅভ্যুত্থানের সাহস ও ঐক্যকে সামনে রেখে এক মনোমুগ্ধকর শিশু কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুননেছা শাম্মী, পুলিশ সুপার আমিনুল ইসলাম, পরবর্তী সকাল ১০ টায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ শেষে ১০ টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে এলাকাভিত্তিক জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম এবং জুলাই পরিবারের সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান বিষয়ক সংক্ষিপ্ত নাটক ' ৩৬ জুলাই ' অনুষ্ঠিত হয়। এছাড়াও শেরপুর জেলার প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়।
উক্ত কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন, সিভিল সার্জন মোঃ শাহিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ওপর ও প্রশাসক শাকিল আহমেদ,শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, শেরপুর জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ,শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইদুল আলম, জেলা জামায়েত ইসলামের শুরা সদস্য আলহাজ্ব জাকারিয়া মোঃ আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোঃ লিখন মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও শেরপুর জেলাসহ অন্যান্য উপজেলাতেও শান্তিপূর্ণভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালনের খবর পাওয়া গেছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন