জামালপুরে হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামূলক বই সুস্থ্য শিশু উন্নত জাতি-খেলাধুলার সরঞ্জাম বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

মোঃ সাইদুর রহমান সাদী \ 

জামালপুর সদর উপজেলার ১৩নং মেষ্টা ইউনিয়নের হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষামূলক বই সুস্থ্য শিশু উন্নত জাতি ও খেলাধুলার উপকরণ বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসক ও জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুরের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক এবং জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

এ সময়ে উপস্থিত ছিলেন ১৩নং মেষ্টা ইউনিয়ন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ ছানা, ১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ মুক্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদ জানান, জিন্নাত শহীদ পিংকি শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই সুস্থ্য শিশু উন্নত জাতি ও খেলাধুলার সামগ্রী তুলে দেন এবং বিদ্যালয়ের সব কক্ষকে ধাপে ধাপে মাল্টিমিডিয়ার আওতায় আনতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। জানা যায়, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু রচিত শিক্ষামূলক বই “সুস্থ্য শিশু উন্নত জাতি” জামালপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ শুরু করেছে প্রশাসক ও জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)