বকশীগঞ্জে দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিকবদক ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সাব রেজিস্টার অফিসে কর্মরত দলিল লেখকদের সংগঠন বকশীগঞ্জ দলিল লেখক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর (রবিবার) পৌর এলাকায় কাঠ গোলাপ রেস্তেয়ায় আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলিল লেখক আলহাজ্ব খন্দকার আলী হাসান এবং পরে তিনি আহবায়ক কমিটি ঘোষণা করেন। এ সময় অনলাইনে যুক্ত হয়ে দলিল লেখকদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস ও জামালপুর জেলা দলিল লেখক সমিতির পক্ষে আরজু আকন্দ। জানা যায়, গত ৩০/১০/২০২১ তারিখে নির্বাচনের মাধ্যমে বকশীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় দলিল লেখক মাইনুল ইসলামের সভাপতিত্বে সংখ্যাগরিষ্ঠ দলিল লেখক সদস্যদের স্বাক্ষরের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ২৫ সদস্য বিশিষ্ট বকশীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটিতে গোলাম রব্বানীকে আহবায়ক এবং হুমায়ুন সরকারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. কামরুল ইসলাম সোহেল, যুগ্ন আহ্বায়ক মো. ফরিদ আহাম্মেদ, মোয়াজ্জেম হোসেন হিলারী, শাহীন আলম, আল আমিন, সফিকুল ইসলাম, এনামুল হাসান, মো. শহিদুল্লাহ, মোনায়ূম কবীর, মোরাদুজ্জামান, হাসানুজ্জামান মানিক, হাফিজুর রহমান, মিজানুর রহমান, সদস্য আশীষ কুমার, রফিকুল ইসলাম, মুকুল ঘোষ, আব্দুর রশিদ ফুটা, জাহিদুল ইসলাম বাবু, শামসুদ্দোহা, আলমাস হোসেন, শাহিদুল ইসলাম, জিয়াউর রহমান ও সামিউল হক সানি।
এ সময় বকশীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির সদস্য বৃন্দসহ স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী সরকার বলেন, এই আহ্বায়ক কমিটি খুব শিগগিরই শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে দলিল লেখক সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)