“আমি ঐক্য দেখতে চাই" আমি সকলের মাঝে ঐক্য দেখতে চাই। সেই ঐক্যের মাধ্যমেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান, তার একটি অংশ বকশীগঞ্জে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ পৌর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, “এখানে কোনো ভেদাভেদ চলবে না। অতীতে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টির চেষ্টা করেছি, এখন আর তা করা যাবে না। আমি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম সাহেবকে জানিয়েছি— আমরা ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করবো। তিনি আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। জয়ী হতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই।”
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন