আসন্ন শারদীয় দুর্গোৎসব-১৪৩২ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শেরপুর শহরের গোপালবাড়ির শ্রী শ্রী গোপাল জিউর মন্দির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। এছাড়া জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব ধাম ঠান্ডু, জেলা পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ, সদর ও উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও আলো–বাতি, শৃঙ্খলা বজায় রাখা, সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, পূজা মণ্ডপগুলোতে আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি শৃঙ্খলাপূর্ণভাবে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদ ও কমিটির সমন্বয় জরুরি।
প্রধান অতিথি ওসি জুবায়দুল আলম বলেন, “আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশ ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি সভা করেছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকবে। প্রতিটি মণ্ডপে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।”
জানা গেছে, এবার শেরপুর জেলায় মোট ১৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৮১টি, নালিতাবাড়ীতে ৩৯টি, নকলা উপজেলায় ২১টি, ঝিনাইগাতীতে ১৬টি এবং শ্রীবরদী উপজেলায় ১৩টি মণ্ডপে পূজা উদযাপিত হবে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও ধর্মীয় সম্প্রীতির আবহে উদযাপিত হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন