শেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু, সময়মতো এন্টিভেনম না পাওয়ার অভিযোগ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি \ 
শেরপুর জেলার সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর গ্রামে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে জামাল মিয়া পাশের ৪নং চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় সাপটি তার আঙুলে কামড় দেয়। তবে তিনি ওঝা হওয়ায় বিষয়টি গুরুত্ব না দিয়ে স্বাভাবিক আচরণ চালিয়ে যান। প্রায় দেড় ঘণ্টা পর তার শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, হাসপাতালে এন্টিভেনম মজুদ না থাকায় বাইরে থেকে এনে প্রয়োগ করতে হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে নেওয়ার পথে নকলা এলাকায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, সময়মতো এন্টিভেনম পাওয়া গেলে হয়তো তার প্রাণ রক্ষা সম্ভব হতো। এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, “হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রয়েছে। ওঝা জামালের চিকিৎসার ক্ষেত্রে আসলে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)