রণরামপুর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক বিরোধী সমাবেশ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
ছাইদুর রহমান \ 
জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের রণরামপুর উচ্চ বিদ্যালয়ে ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বাল্য বিবাহ, ইভটিজিং এবং মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অত্র বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রণরামপুর গ্রামের কৃতিসন্তান, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এডহক কমিটির) সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর পৌর সভার সাবেক দুইবারের সফল মেয়ার, জননেতা এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম। এলাকার সুধীজন, অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)