শেরপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ আলীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জহিরুল কবির। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কে. মুরাদুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ছামিউল ইসলাম (আতাহার)।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে বিচারপতি মোহাম্মদ আলী শেরপুর জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ তিনটি আদালতের কার্যক্রম ও আইনি সুবিধা প্রদানের অগ্রগতি প্রত্যক্ষ করেন। তিনি আদালতের দ্রুতগতির মামলা নিষ্পত্তি ব্যবস্থা এবং আইনজীবী ও বিচারকদের আন্তরিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে আরও সুন্দর আইনি ব্যবস্থার মাধ্যমে দীর্ঘসূত্রিতা ও জটিলতা হ্রাস পাবে এবং বিচারপ্রার্থীরা সহজে ন্যায়বিচার পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সকালকালীন আদালত পরিচালনার পর নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর পুনরায় আদালত কার্যক্রম চালুর যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিচারপতি মোহাম্মদ আলী সেটিকে সময়োপযোগী বলে অভিহিত করেন। আইনজীবী ও বিচারকরা এ প্রক্রিয়ার সঙ্গে সাদরে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির প্রাণের দাবি হিসেবে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন স্থাপনের বিষয়টি উত্থাপন করা হলে মাননীয় বিচারপতি মোহাম্মদ আলী বিষয়টি গভীর মনোযোগসহ শোনেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহাউদ্দীন আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম মনোয়ারা, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, জেলা জজ আদালতের বিজ্ঞ জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবী, সিনিয়র এডভোকেট নারায়ন চন্দ্র হোড়, এডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম আধারসহ আইনজীবী সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিচারপতি মোহাম্মদ আলীর ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে তাঁর অবদানের প্রশংসা করেন এবং জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন