শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারীসহ দুইজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কুমরী বটতলী ও নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে আহসান (৫৫) এবং নকলা উপজেলার টালকি ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী মহিরন বেগম (৫৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ঝিনাইগাতী থেকে ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস বাসটি সদর উপজেলার কুমরী বটতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মহেন্দ্র ট্রাককে ধাক্কা দেয়। পরে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইক যাত্রী আহসান নিহত হন এবং অন্তত চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে চালক মামুন (২৫) কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অপরদিকে, একইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে মহিরন বেগমকে ঢাকামুখী সোনার বাংলা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সদর থানার ওসি মো. জুবায়দুল আলম এবং নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই দুটি বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)