বকশীগঞ্জে ইসমাইল সিরাজীর মামলায় সাংবাদিক লিমন জেলে, মুক্তির দাবিতে মানববন্ধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজীর দায়েরকৃত মামলায় কারাগারে থাকা সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন—মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী ব্যক্তিস্বার্থে সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিরাজী তার বোন স্বপ্না বেগমের স্বামী এবং দেবর সাংবাদিক লিমনকে মামলায় আসামি করেন।
গত ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক লিমনকে জেলহাজতে পাঠানো হয়। অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও লিমনের মুক্তি দাবি করেন বকশীগঞ্জের কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ২১ জুলাই নিলাখিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল সিরাজী তার ভগ্নিপতি ও অপর দুইজনকে আসামি করে জামালপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভগ্নিপতির ভাই সাংবাদিক মনিরুজ্জামান লিমনকেও আসামি করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)