বকশীগঞ্জে পোনা মাছ অবমুক্ত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।এদিন মোট ৩৬৬ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদের পুকুর ছাড়াও দশানী নদী, মালীরচর বিল, দত্তেরচর বিলসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা খাতুন, স্থানীয় মৎস্য সরবরাহকারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)