মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ সাইদুর রহমান সাদী
0

নিজস্ব প্রতিবেদক।। 
জামালপুরের মেলান্দহ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অধীর তাম্বলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। এর আগে সন্ধা দিকে উপজেলার দুরমুট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অধীর তাম্বলী ওই গ্রামের মৃত সুধীর চন্দ্র দাসের ছেলে। তিনি বিবাহিত এবং স্থানীয়ভাবে খুচরা পান বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রান্নাঘর সংস্কারের জন্য বাড়ির উঠানে রাখা টিনের ওপর অসাবধানতাবশত বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। পরে টিনটি সরাতে গেলে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ায় অধীর তাম্বলী তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)