এসো দেশ বদলাই, এরিয়া কালারা—তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় শেরপুরে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলার গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও শেরপুর সদর পৌরসভার প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রেজুয়ান এবং পুলিশ বিভাগের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের শুরা সদস্য আলহাজ্ব জাকারিয়া আব্দুল বাতেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। সঞ্চালনায় ছিলেন মোঃ জিন্নাত আলী, খেলা সহযোগিতা ও পরিচালনা করেন মোঃ জিন্নাত আলী, আব্দুল মান্নানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন