সুলতান আহমেদ ময়না,শেরপুর প্রতিনিধি।।
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিনটি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে মোট ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়।
বিআরটিএ জানায়, দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, সদর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ, বিআরটিএ সহকারী পরিচালক এম. নাদির হোসেন, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা হাফিজা জেসমিন এবং মোটরযান পরিদর্শক উসমান গনি ও ফজলুল হক।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন