শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহামেদ ময়না, শেরপুর প্রতিনিধি ॥
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় পূজা উদযাপন নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত নানা নিরাপত্তা পরিকল্পনা নেতৃবৃন্দকে অবহিত করা হয়। পুলিশ সুপার বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, রেজিস্ট্রার ও নৈশপ্রহরীর ব্যবস্থা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট, অগ্নিনির্বাপক যন্ত্র রাখাসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে ফ্যাক্ট চেকের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
তিনি আরও জানান, যানজট নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আযান ও নামাজের সময় পূজার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানান। সময়মতো বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার বিষয়েও সকলকে সতর্ক করেন পুলিশ সুপার।
সভা শেষে জেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য থানার ওসি ও ডিউটি অফিসারসহ জরুরি যোগাযোগ নম্বরসম্বলিত প্ল্যাকার্ড পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মো. শহীদুল হক, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)