শেরপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকের অমানবিক আচরণে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তার অভিভাবক। ছোট্ট মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে আসা এক বাবা শুধু ‘আপু’ সম্বোধন করায় চিকিৎসকের ক্ষিপ্ত আচরণের শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগে।
অভিযোগকারী শহরের নয়নী বাজার এলাকার কাজী মাসুম জানান, দুপুর দুইটার দিকে তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়া তীব্র পেট ব্যথা নিয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। তখন দায়িত্বে থাকা চিকিৎসক অনন্যা প্রাথমিক চিকিৎসা ও কিছু ওষুধ লিখে দেন। তবে ওষুধগুলো হাসপাতালে না পেয়ে কাজী মাসুম বাইরে খুঁজতে থাকেন। এর মধ্যে একটি ওষুধ না মেলায় আধা ঘণ্টা পর আবারও জরুরি বিভাগে ফিরে আসেন।
ফেরার সময় তিনি দেখেন অনন্যার শিফট শেষ হয়ে নতুন দায়িত্বে এসেছেন মেডিকেল অফিসার মারজিয়া খাতুন। তখন তিনি বিনয়ের সঙ্গে বলেন আপু, আগের ডাক্তার যে ওষুধ লিখে দিয়েছেন সেটা পাওয়া যাচ্ছে না। এর পরিবর্তে অন্য কোনো ওষুধ দেওয়া যায় কি না।”
কিন্তু ‘আপু’ শব্দটি শুনেই মারজিয়া খাতুন ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি সঙ্গে সঙ্গে রোগীর অভিভাবককে ধমক দিয়ে বলেন আপু বলছেন কেন? আমি মেডিকেল অফিসার। জান, বের হয়ে যান।”
হতবাক হয়ে কাজী মাসুম প্রশ্ন করেন, “আপু ডেকে কি দোষ করেছি?” কিন্তু তাতেও চিকিৎসক আরও রাগান্বিত হয়ে কয়েক দফা ধমক দেন এবং কক্ষ থেকে বের করে দেন। ফলে অসুস্থ শিশুটি চিকিৎসা সেবা বঞ্চিত হয়।
এসময় আশেপাশে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা এ ধরনের আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করে বলেন, শুধু মারজিয়াই নয়—এই হাসপাতালে দায়িত্বে থাকা অনেক চিকিৎসকই রোগী ও অভিভাবকদের সঙ্গে অমানবিক ও অবমাননাকর আচরণ করেন।
ঘটনা জানাজানি হলে বিকেলে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী বিষয়টি জানতে চিকিৎসক মারজিয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান— “আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারো সঙ্গে কোনো কথা বলবো না।”
পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাহেরাতুল আশরাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি শুনেছি। হয়তো ভুলক্রমে তিনি এমন বলেছেন। তবে আমাদের কাছে অফিসিয়ালি অভিযোগ দিলে শনিবার আসতে হবে।”
হাসপাতালে এমন ঘটনার পর সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন— “রোগীকে সেবা দেওয়ার জায়গায় যদি চিকিৎসকরাই অমানবিক আচরণ করেন, তাহলে অসহায় মানুষের আশ্রয়স্থল কোথায়?”

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন