শেরপুরে কৃষকদের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি’র এক ডিলারকে ১ লাখ টাকা এবং লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
অভিযানে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়ায় বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে লাইসেন্স ছাড়া সার বিক্রি করায় শিশির এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশক দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, কৃষকের স্বার্থে সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কৃষকের অধিকার সুরক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ কৃষক সমাজ স্বস্তি প্রকাশ করেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন