নালিতাবাড়ীর আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী আজিজুল হক গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. আজিজুল হক (৩৫) অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছে। র‌্যাব-১৪ এর গোয়েন্দা তৎপরতায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার উত্তরার মাসকট প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া (৩৭) ছিলেন আজিজুল হক ও তার সহযোগী নাজমুল হকের ঘনিষ্ঠ বন্ধু। চলতি বছরের ২৪ আগস্ট রাতে পূর্বের টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে নাজমুল হকের বাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয় তাকে। ধারালো দা দিয়ে মাথায় কোপ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর শ্বাসনালী কেটে হত্যা নিশ্চিত করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পিতা নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ-২৫ আগস্ট ২০২৫) দায়ের করেন। এরপর থেকেই র‌্যাব-১৪ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ও র‌্যাব-১ উত্তরা শাখার যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আজিজুল হককে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)