সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।
শেরপুরে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আসামি ধর্ষক সৈয়দ আলী ওরফে চিকু মিয়া কে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধনসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করেছে এলাকাবাসী । ৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে শেরপুর সদর থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিশুর বাবা ও তার বড় ভাই। কিন্তু প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত বৃদ্ধ সৈয়দ আলী ওরফে চিকু মিয়া কে এখনো গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে এক উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি হয়।
এর আগে গত ২৬ আগস্ট সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুর পরিবার হতদরিদ্র। শিশুটির বাবা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। শিশুটি স্থানীয় একটি এনজিও পরিচালিত বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে। গত ২৬ আগস্ট সকালে দিকে সৈয়দ আলী ওরফে চিকু মিয়া তার প্রতিবেশী ভাতিজি ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে চিকু মিয়া তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই শিশু ভয়ে চিৎকার শুরু করে এবং ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরে সে দৌড়ে স্কুলে চলে যায় এবং তার শিক্ষিকাকে ঘটনার বিষয়ে জানায়।
এ ঘটনার বিষয়ে মামলা করতে চাইলে চিকু মিয়ার পরিবার স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসার করার চেষ্টা ও কালক্ষেপণ করায় স্থানীয় সচেতন মহল উত্তেজিত হয়ে যায় এবং বিষয় টি যেন মীমাংসা না হয় সে পদক্ষেপ গ্রহণ করে।
এর আগে ভুক্তভোগী শিশুর ভাই জানান, অভিযুক্ত চিকু মিয়া বিকৃত রুচির মানুষ। আগেও তার বিরুদ্ধে এমন ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ ফেব্রুয়ারিতেও সে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময় বিষয়টি অর্থ ও প্রভাবের জোরে ধামাচাপা দিয়ে দেয় তারা এবং এই ঘটনাকেও অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ধর্ষণচেষ্টার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযুক্ত চিকু মিয়াকে দ্রুত গ্রেপ্তারে জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন