শেরপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট থেকে একযোগে ১৫ নেতার পদত্যাগ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটি থেকে একযোগে ১৫ নেতার পদত্যাগ করেছেন। এর মধ্যে ১০ জন যুগ্ম আহ্বায়ক ও ৫ জন সদস্য রয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের গোপালবাড়ী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগী যুগ্ম আহ্বায়কেরা হলেন—প্রবাল সুত্রধর, মিঠুন পাল, তুষার ভৌমিক, তপন সাহা, তুলশী পাল, সোহাগ চন্দ্র দে, সঞ্জু চক্রবর্তী, মহাদেব সাহা, সঞ্জয় সাহা নিপু ও বিমল হরিজন।
আর পদত্যাগী সদস্যরা হলেন—সঞ্জয় রায়, গোপাল সাহা, রাজীব সোম, বরেন কোচ ও প্রান্ত পাল।
পদত্যাগী নেতারা সংবাদ সম্মেলনে বলেন, “আমরা বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সম্পর্কে যথাযথভাবে অবগত নই। এছাড়া আমরা সকলে অন্য একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে এই সংগঠনে সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত কুমার দে সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)