সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেছেন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান হবে না। এতে সকল ভোটারের মূল্যায়ন নিশ্চিত হবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের খরমপুর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজিব বলেন, “আমরা অতীতে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। এভাবেই ফ্যাসিস্ট শক্তির জন্ম হয়েছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং প্রত্যেক ভোটারের ভোটের মূল্য থাকবে।”
তিনি অভিযোগ করে আরও বলেন, “দেশে মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটে সরকার গঠন করা হয়, অথচ বাকি ৬০ শতাংশ ভোটারের কোনো মূল্য থাকে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ১৪ দল এবং ভারতের দালাল জাতীয় পার্টির বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। এ সময় জেলা শাখার অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন