বকশীগঞ্জে পুকুরে ডুবে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হোসানুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশু হোসানুর রহমান বিলের পাড় গ্রামের শামীম মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুপুরে হোসানুর খেলতে খেলতে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে পুকুর থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)