শেরপুরে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি, থানায় সাধারণ ডায়েরী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান সুলতানার ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর জেলা শহরে সুলতান আহমেদ (৪৭) নামের এক সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১৫৪৩, ট্র্যাকিং নং-41XEDE) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক সুলতান আহমেদকে শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাংবাদিক সদস্য হিসেবে সুপারিশ করেছিলেন। কিন্তু কৌশলে সেই পদে মনোনয়ন নেন স্থানীয় যুবক সাংবাদিক জাহিদুল হাসান খান সৌরভ (৩২)। এরপর থেকে তিনি সাংবাদিক সুলতান আহমেদকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুচ্ছ-তাচ্ছিল্য করা ছাড়াও বিভিন্ন সময় পরোক্ষভাবে হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সৌরভের সহযোগী হিসেবে আলোচিত হত্যা মামলার আসামি এমদাদুল এমদাদ (৫০) ও জুবাইদুল ইসলাম (৩০) সহ কয়েকজন নিয়মিতভাবে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। নৌহাটা এলাকায় সরকারি ভূমি দখলের ঘটনায় সংবাদ প্রকাশ করায় এসব বিবাদীরা তার কাছে কৈফিয়ত চেয়ে হুমকি দেয়।
২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে বিবাদী এমদাদুল হক এমদাদ তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১২-৫৬৪৮৫৯) থেকে ফোন করে সরাসরি হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়। এতে সাংবাদিক সুলতান আহমেদ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন বলেও জানান।
এই ঘটনায় শেরপুর সদর থানা সাধারণ ডায়েরী গ্রহণ করেছে। জিডি প্রস্তুতকারী এস এম আরিফ ও ডিউটি অফিসার শাহানাজ স্বাক্ষরিত নথিতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)