বর্তমান প্রজন্মকে সাথে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি – মাহমুদুল হক রুবেল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, “বর্তমান প্রজন্মের তরুণদের নিয়েই দেশ গড়া এবং রাজনৈতিকসহ সর্বক্ষেত্রে নতুন চিন্তাধারায় এগোতে চায় বিএনপি।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নিজেদের দায়িত্ববোধ থেকেই আমরা তরুণদের স্বপ্ন পূরণের জন্য পাশে আছি। তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমরা অভিভাবকের মতো কাজ করে যাচ্ছি। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে হবে।”
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মাঠে শ্রীবরদী পৌর ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকনুজ্জামান।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান প্রমুখ।
এছাড়াও শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব মো. জাকির খান, যুগ্ম আহ্বায়ক সানজিদুল হাসান বরাতসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)