শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সদস্য

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
শেরপুরে চলছে শারদীয় দুর্গাপূজার উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ। শহরের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত-শুভার্থীদের ভিড়ে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর আমেজ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর শহরের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।
পরিদর্শনকালে তিনি ভক্তবৃন্দ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—সবার অংশগ্রহণেই উৎসব সফল হয়।”
উৎসবমুখর এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব ধাম ঠান্ডু, সদস্য সচিব সুব্রত দে এবং পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ।
পূর্ণিমার আলো, আলোকসজ্জায় ঝলমলে মণ্ডপ আর ঢাক-ঢোলের তালে তালে শেরপুর শহর যেন সেজেছে এক অনন্য সাজে। ভক্তদের চোখেমুখে ছিল আনন্দ আর ভক্তির আবেশ, আর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)