শেরপুর সদর আসনে এবি পার্টির হাসান ইমাম ওয়াফির গণসংযোগ

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর-১ (সদর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নেতা হাসান ইমাম ওয়াফি। তিনি জামাতে ইসলামী বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম কামারুজ্জামানের পুত্র।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি শহরের খরমপুর, নয়ানী বাজার, গোয়ালপট্টি, মুন্সিবাজার ও কালিরবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শেরপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় এবি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
এবি পার্টি সূত্রে জানা গেছে, শেরপুর সদর আসনে এবি পার্টির পক্ষ থেকে হাসান ইমাম ওয়াফির প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
গণসংযোগ কালে ওয়াফি বলেন, “শেরপুর সদর আসনের সঙ্গে জননেতা আমার বাবার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ধরে রাখতেই আমি সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে কাজ করছি। পরিবারের সিদ্ধান্ত ও দলের নির্দেশনা মোতাবেক আমি অগ্রসর হব। এজন্য আজ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি।” এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ সিদ্দিকী, জেলা সেক্রেটারি মুকসিতুর রহমান হীরা, শেরপুর সদর সেক্রেটারি মিজানুর রহমান, এবি যুব পার্টি জেলা আহ্বায়ক এস এম শাহাদাত শিপলু, এবি যুব পার্টি সদর আহ্বায়ক আতিকুর রহমান এবং এবি মহিলা পার্টির আহ্বায়ক শাহনাজ পারভীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)