সুলতান আহমেদ ময়না শেরপুর প্রতিনিধি।।
‘ন্যায্য জ্বালানীর অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’ প্রতিপাদ্যে শেরপুরে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর (সোমবার) স্কুল ক্যাম্পেইন কর্মসূচির আওতায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেটনেট-বিডি'র সহযোগিতায় অ্যাকশন এইড বাংলাদেশ ও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইশরাত জাহান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, যারা নিয়মিত রোগী দেখেন ও অপারেশন করেন। তাঁদের মধ্যে ছিলেন ডা. পংকজ কুমার দাস, ডা. মো. মনিরুজ্জামান মনি ও মো. রবিউল ইসলাম (রনি)।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে জেলা সদরের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন