সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ব হার্ট দিবস-২০২৫ উপলক্ষে ‘প্রতিটি স্পন্দই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সকালে শেরপুর জেলা ডায়াবেটিক হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া আনুষ্ঠানিকভাবে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে ডায়াবেটিক সমিতির সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ডা. আহসান হাবীব হিমেল, ডা. মাহফুজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বব্যাপী প্রতি পাঁচটি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যু ঘটে হৃদরোগের কারণে। তাই দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। নিয়মিত ব্যায়াম, প্রতিদিন অন্তত ২৫ মিনিট হাঁটা, ফল ও সবজি খাওয়ার অভ্যাস, ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার, গভীর শ্বাস-প্রশ্বাসের অভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আকতারুজ্জামান, হার্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল করিম, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহরিয়ার মিল্টন, নিউজ এডিশন সম্পাদক উমর ফারুক সেলিম, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাৎ হোসেন, উদীচী সভাপতি তপন সারওয়ার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তথ্য ও প্রচার সম্পাদক হোসাইন আহম্মদ মোল্লা মামুন, জাকির হোসেন মোল্লা, শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না, মো. আব্দুল মমিনসহ আরও অনেকে।
প্রসঙ্গত, প্রতিবছর ২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব হার্ট দিবস পালিত হয়। হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করাই দিবসটির মূল উদ্দেশ্য। এ বছরও শেরপুরে আয়োজনের মধ্য দিয়ে একই বার্তা ছড়িয়ে দেওয়া হয়— “হৃদযন্ত্রকে ভালোবাসুন, জীবনকে ভালোবাসুন।”


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন