শেরপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে এক ফলপ্রসু আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের বাগরাকসার সশস্ত্র বাহিনী বোর্ড ডিস্পেন্সারিতে এ সভার আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি সার্জেন্ট আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ ময়নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির জেলার সমন্বয়ক সার্জেন্ট মো. বখতিয়ার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সেলিম চৌধুরী। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহ-সভাপতি সার্জেন্ট আতাউর রহমান, সার্জেন্ট ফজলুর রহমান ও কর্পোরাল মো. সুরুজ।
সভায় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা ও পাঁচ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা প্রণয়ন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং আগত শীত মৌসুমে এক বৃহত্তর সমাবেশের আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয়।
আলোচনা সভাটি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মিলনমেলা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)