শান্তিপূর্ণ দুর্গাপূজা পালনে সিসি ক্যামেরা উপহার দিলেন প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ সাইদুর রহমান সাদী \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের আওতাধীন দুটি পূজা মণ্ডপে আজ ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে স্থায়ীভাবে সিসি ক্যামেরা বিতরণ করেন ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান।
প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ধর্মীয় উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার হবে এবং স্থানীয় সনাতন ধর্মীরা নিশ্চিন্তে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী, ১নং কেন্দুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার শাহিনুর ইসলাম শাহিন, ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীসহ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ।
স্থানীয়রা জানান, এই উদ্যোগের ফলে পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)