শেরপুর জেলায় ‘‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়ের তুলসীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস, শেরপুর এর আয়োজনে এ কর্মশালা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা: হাফিজা জেসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ও শেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মোবারক হোসেন, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মো: শরিফ হোসেন এবং গণযোগাযোগ অধিদপ্তরের সরকারি পরিচালক হৃদয় মাহমুদ চয়ন।
টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউনিসেফের ইপিআই কনসালটেন্ট ডা. মোঃ তারিক। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের।
কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় প্রায় ৫ লক্ষাধিক শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলমান এ কার্যক্রম প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে পরিচালিত হবে। এতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে।
কর্মশালায় জেলার ৫ উপজেলা থেকে ৪৫ জন গার্লস গাইড ও স্কাউট অংশগ্রহণ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন