শেরপুরে বন্যাকবলিত এলাকায় সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের আর্থিক সহায়তা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি উপজেলার দিঘিরপাড়সহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি বন্যার্ত পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। রুবেলের সাথে ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়কগণ, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বন্যার্তদের উদ্দেশ্যে বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, “আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিদিন পর্যায়ক্রমে বন্যাদুর্গত এলাকায় যাচ্ছি। অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে অবহিত করছি।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় দুর্দিনে মানুষের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)