সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে নানা বর্ণিল আয়োজনের মাধ্যমে। শনিবার বিকেলে শেরপুর শহরের মাধবপুর এলাকায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট ও লেখক কাকন রেকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, গাঙচিল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হারুন অর রশিদ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, নির্বাহী সদস্য কাজী মাসুম ও সুলতান আহমেদ ময়না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি রফিক মজিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বিকেল তিনটায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। পরে কবিতা পাঠ ও সাহিত্য আড্ডায় অংশ নেন জেলার কবি-সাহিত্যিকরা।
কবি-সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন— জ্যোতি পোদ্দার, মাওলানা মোফাজ্জল হোসেন, মাহমুদুল আহসান, কালাম বিন আব্দুর রশিদ, রুমেল খান, মোহাম্মদ মির্জা শ্যামল, এম এইচ মুকুল, মোহাম্মদ নুরুল হক, ওমর ফারুক, নুরুল ইসলাম নাযীফ, হাসান শরাফত, আজাদ সরকার ও খালিদুর রহমান।
আলোচনা সভা ও কবিতা পাঠ শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনমেলায় পরিণত হয় গাঙচিলের সুবর্ণজয়ন্তী উদযাপন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন