শেরপুর জেলা তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাধবপুরের স্বপ্নীল পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াসিন আলী, সহ-সভাপতি শফিউদ্দিন আহমেদ সেন্টু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান সজিব এবং সহ-মহিলা সম্পাদক পারভেছুন নাহার সেতু।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ।
আলোচনায় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের নেতাদের মতামত ও অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম সানি,পাচ উপজেলা সহ শহর ও পৌরসভা, ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন