শেরপুরের নকলায় ১০৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে ৬৫ বছরের গ্রেফতার

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
শেরপুর জেলার নকলা উপজেলার ধনাকুশা এলাকায় ১০৪ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে জুবেদ আলী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। মামলা নং ১০ আজ সকালের দিকে ওই বৃদ্ধকে বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিকাল নাগাদ আদালতের জৈষ্ঠ্য বিচারক নূর-ই –জাহিদ অভিযক্তকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেয়।বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও কৌতুহলি মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিষয়টি দিন ব্যাপি এলাকার চায়ের দোকান গুলোতে আলোচনার আনন্দের খোরাক হয়েছে। ওই বৃদ্ধা ও বৃদ্ধের নাতিপুতি রয়েছে।অভিযুক্ত জুবেদ আলী ভিকটিমের ভাসুরের ছেলে।
আদালত ও মামলা সুত্রে জানা গেছে গত বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বৃদ্ধা নিজের বশত ঘরে তাহাজ্জত নামাজ পড়ে খাটে বসে দোয়া দরুদ পড়তেছিলেন। হঠাৎ ওই প্রতিবেশী বৃদ্ধ জুবেদ আলী পিছন দিক থেকে ধরে মুখে চাপা দিয়ে ধর্ষণের চেষ্ঠা করে। ভিকটিম চিৎকার চেচামেচি শুরু করলে জুবেদ পালিয়ে যায়।এই ঘটনায় ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে ভিকটিম নিজে বাদী হয়ে মামলা করলে আজ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। আদালতে অভিযুক্ত নিজেকে গুরুতর শ্বাসকষ্টের রোগী দাবী করে বারবার ইনহেলার নিচ্ছিলেন। আর এই ধর্ষনের চেষ্ঠার বিষয়ে তিনি কিছুই জানেন না দাবী করে বলেছেন অভিযোগ কারি আমার সম্পর্কে চাচী হন। দীর্ঘ দিন ধরে চাচী গুরুতর অসুস্থ হয়ে সয্যাসায়ি।
স্থানীয় প্রতিবেশী শিক্ষক রেফাজ উদ্দিন বলেছেন দুজনই আমার স্বজন। বৃদ্ধা মহিলা বয়স জনিত কারণে মতামত দেওয়ার মত অবস্থায় নেই।অভিযুক্ত জুবেদ বয়সের ভারে অসুস্থ।ঘটনার সত্য মিথ্যা নিয়ে এলাকার মানুষের মধ্যে যথেষ্ঠ বিকর্ত রয়েছে।
শেরপুর আদালতের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জিয়াউর রহমান বলেছেন অভিযুক্তকে আদালতের নির্দেশে জেল হাজাতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)