শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুরের সীমান্তঘেঁষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চলছিল। এ সময় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে— ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, কম্বল ৮টি এবং জিলেট ব্লেড ১ লাখ ২০ হাজার পিস। সেইসাথে চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ও গাড়ি রেখে পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন