শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি : বিচারপ্রার্থীদের আস্থা ও সন্তুষ্টি—দুর্নীতিবিরোধী লড়াইয়ে নতুন দিগন্ত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি দপ্তরে সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দুদকের গণশুনানি। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ শুনানি অনুষ্ঠিত হয়।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত গণশুনানিতে শেরপুরবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার, ময়মনসিংহ বিভাগের পরিচালক মো. তাজুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার উপপরিচালক মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৫টি অভিযোগ উত্থাপন করা হয় এবং সরকারি ২৮টি দপ্তরের বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অভিযোগগুলোর বেশিরভাগ ছিল ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিস সম্পর্কিত।
গণশুনানিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শুনানি শেষে অতিথিরা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জনগণের অভিযোগ সমাধানে দুদক সর্বদা সচেষ্ট থাকবে। বিশেষ করে প্রধান অতিথির মানবিক আচরণ বিচারপ্রার্থীদের গভীরভাবে নাড়া দেয়। একজন অসুস্থ বিচারপ্রার্থীকে তিনি নিজ হাতে পানি পান করিয়ে সেবার হাত বাড়িয়ে দেন—এমন ব্যতিক্রমী উদাহরণে গণশুনানি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শেরপুরবাসী জানান, এ ধরনের গণশুনানি শুধু দুর্নীতিবিরোধী সচেতনতা নয়, জনগণের আস্থা ও সন্তুষ্টি অর্জনে বড় ভূমিকা রাখছে। তারা মনে করছেন, এ উদ্যোগ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)