শেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত “টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র‍্যালি। এ বছরের প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়নে পর্যটন”।
র‍্যালিটি সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শতাধিক অংশগ্রহণকারী এতে শামিল হন। শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাস, স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত স্লোগান আর পর্যটনপ্রেমীদের উপস্থিতিতে র‍্যালিটি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র‍্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাকিল আহমেদ, জেলা পুলিশের প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’, শেরপুর কালেক্টরেট স্কুলসহ আরও ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পর্যটনপ্রেমী সাধারণ মানুষ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাকিল আহমেদ এ সময় বলেন, “শেরপুরের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে টেকসই উন্নয়নের সাথে সম্পৃক্ত করার জন্য জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেরপুর একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য হিসেবে গড়ে উঠতে পারে।”
শেরপুর জেলার পর্যটন সম্ভাবনা ক্রমেই প্রসারিত হচ্ছে। জেলার নালিতাবাড়ীতে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র, বিখ্যাত নালিতাবাড়ী ইকোপার্ক, রামচন্দ্রকুড়া ও মারকিনঝর্ণা, নাকুগাঁও সীমান্ত এলাকা, ঝিনাইগাতীর পাহাড়ি অরণ্য ও প্রাকৃতিক সৌন্দর্য, শ্রীবরদীর ঐতিহাসিক স্থানসহ নানা পর্যটন স্পট ইতোমধ্যে দেশজুড়ে ভ্রমণপিপাসুদের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা মনে করেন, পর্যটন শিল্পের প্রসার ঘটলে শুধু স্থানীয় অর্থনীতি নয়, কর্মসংস্থানের সুযোগও বাড়বে। নালিতাবাড়ীর ইকোপার্ক এলাকার এক রিসোর্ট মালিক বলেন, “প্রতিবছর শীতকালীন মৌসুমে হাজারো ভ্রমণপিপাসু শেরপুরে ভিড় করেন। যদি পর্যটনবান্ধব অবকাঠামো ও প্রচারণা আরও বৃদ্ধি করা যায়, তবে শেরপুর দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।”
স্থানীয়রা আশা করছেন, এ ধরনের উদ্যোগ পর্যটন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করবে এবং শেরপুরের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনৈতিক সম্ভাবনা দেশব্যাপী আরও সুপরিচিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)