দেশের চলমান সংকট নিরসন ও অসাম্প্রদায়িক শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে হেযবুত তওহীদ। এ লক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরপুর জেলা শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান। তিনি বলেন, “মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ একমাত্র স্রষ্টার দেওয়া জীবনবিধান অনুসরণের মধ্যেই নিহিত। মানুষের বানানো কোনো মতবাদ শান্তি আনতে পারেনি, বরং সংঘাত ও বৈষম্য সৃষ্টি করেছে।”
তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব জনগণের নয়, বরং একমাত্র আল্লাহর। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর বিধান তথা তওহীদের ভিত্তিতে রচিত হওয়া জরুরি।
তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে তিনি উল্লেখ করেন, “এই শাসনব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। নারীদের প্রকৃত সম্মান ও অধিকার প্রতিষ্ঠিত হবে এবং ধর্মব্যবসা, ভাঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না।”
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সত্যিকারের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মুক্ত গণমাধ্যম কেবল আল্লাহর নির্দেশিত নীতিমালার ভিত্তিতেই সম্ভব। তাই তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করা, মিথ্যা সংবাদ পরিহার করা এবং মানহানিকর বা উপহাসমূলক বক্তব্য থেকে বিরত থাকা গণমাধ্যমের মৌলিক দায়িত্ব।
আলোচনায় অংশগ্রহণকারীরা রাষ্ট্র সংস্কারের এ ধরনের প্রস্তাবের প্রশংসা করেন এবং একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্না, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন