শেরপুরের কৃতী সন্তান ৩৩ বছর পর ইতিহাস গড়লেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ভোটে ক্রীড়া সম্পাদক কিরন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে দীর্ঘ ৩৩ বছর পর ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচন করলেন শেরপুরের গর্ব অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের খেলোয়াড়, আর্জেন্টিনার সহ বিভিন্ন দেশের খেলে বিজয় ছিনিয়ে নিয়া লড়াকু অন্যতম সেরা খেলোয়াড় ইতিমধ্যে জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়ার মোঃ মাহমুদুল হাসান কিরন। বাংলা বিভাগের ৪৮ ব্যাচের এই শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ৫,৭৭৮ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন।
বর্তমানে বিশেষ খেলার জন্য কিরন মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবুও তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত শেরপুরের শিক্ষার্থীরা, প্রাণপণ প্রচারণা চালান তার পক্ষে। শুধু তাই নয়, কিরনের সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও নিজস্ব প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি।
এই বিজয়ে শেরপুরে আনন্দের জোয়ার বইছে। পরিবার, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা একে শেরপুরের জন্য গৌরবময় অর্জন হিসেবে দেখছেন। কিরনের বাবা-মা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমাদের ছেলের সাফল্য শুধু আমাদের পরিবারের নয়, এটি সমগ্র শেরপুরবাসীর গর্ব।”
অন্যদিকে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ কিরনের এই জয়কে “ক্রীড়া ও মেধার সম্মিলিত বিজয়” হিসেবে অভিহিত করেছেন। তাদের ভাষায়, মাঠে যেমন কিরন দেশের মুখ উজ্জ্বল করেছেন, তেমনি নির্বাচনে তিনি শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
দীর্ঘ ৩৩ বছর পরের নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে কিরন আজ প্রমাণ করলেন—একজন খেলোয়াড় শুধু মাঠেই নয়, শিক্ষার্থী সমাজের নেতৃত্বেও হতে পারেন অনন্য অনুপ্রেরণা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)