অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছিলেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া কাঠালতলী গ্রামের অসহায় বিধবা নারী আমেনা বেগম। অবশেষে নতুন করে মাথাগোঁজার ঠাঁই পেলেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঘর নির্মাণের জন্য ঢেউটিন সহায়তা তুলে দেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি, শেরপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. শফিকুল ইসলাম মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান, জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, বিএনপি নেতা মো. মোকারম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আমেনা বেগম বলেন, “অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে সন্তানদের নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিলাম। আজকে নতুন করে বাঁচার আশা পেলাম।”
স্থানীয়রা জানান, এই উদ্যোগে শুধু একটি পরিবারই নয়, পুরো গ্রামই স্বস্তি ও আশার আলো দেখতে পেয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন