শেরপুরে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ১৯ জন প্রার্থী। এর মধ্যে ২ জন নারী ও ১৭ জন পুরুষ। এছাড়া আরও ৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। ফলাফল ঘোষণার পর প্রার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের আবেগঘন পরিবেশ তৈরি হয়।
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “যোগ্যতা ও সততার ভিত্তিতে নির্বাচিত হওয়ায় আপনারা প্রশিক্ষণ শেষে দেশসেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশের কাজে যোগ দেবেন বলে আমরা প্রত্যাশা করি।”
টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।
চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম :
১. মোঃ রফিকুল ইসলাম — শেরপুর সদর
২. শারমিন আক্তার — শেরপুর সদর
৩. মোঃ শহিদুল ইসলাম — নালিতাবাড়ী
৪. রুবিনা খাতুন — নকলা
৫. মোঃ ফরহাদ হোসেন — ঝিনাইগাতী
৬. সাইফুল ইসলাম — শ্রীবরদী
৭. মোঃ আশরাফুল আলম — নকলা
৮. রফিকুল হক — নালিতাবাড়ী
৯. মোঃ মিজানুর রহমান — শেরপুর সদর
১০. মোঃ কামাল হোসেন — শ্রীবরদী
১১. রুমানা পারভীন — শেরপুর সদর
১২. মোঃ ইসমাইল হোসেন — ঝিনাইগাতী
১৩. আব্দুল্লাহ আল মামুন — নালিতাবাড়ী
১৪. মোঃ ফজলুল হক — নকলা
১৫. মোঃ রায়হান মিয়া — শ্রীবরদী
১৬. মোঃ আনিসুর রহমান — শেরপুর সদর
১৭. মোঃ তৌফিকুল ইসলাম — নালিতাবাড়ী
১৮. মোঃ শাহীন আলম — ঝিনাইগাতী
১৯. মোঃ মেহেদী হাসান — শ্রীবরদী
অপেক্ষমান তালিকা :
১. সুমন মিয়া — নকলা
২. রাফিয়া সুলতানা — শেরপুর সদর
৩. আরিফুল ইসলাম — নালিতাবাড়ী
৪. শারমিন জাহান — শ্রীবরদী
উল্লেখ্য, শেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল শূন্যপদ ছিল ১৯টি। প্রাথমিকভাবে ১,৮৭৮ জন প্রার্থী স্ক্রিনিংয়ে অংশ নেন। শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৭৩ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৭ জন প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে ১৯ জনকে নিয়োগ দেওয়া হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন