১২ সেপ্টেম্বর গভীর রাতে শেরপুরের শ্রীবরদী বাজার থেকে তিন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা তিনজনই মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশের দাবী তাদের বিরুদ্ধে মাদক কেনা-বেচার অভিযোগ থাকলেও গ্রেফতারের সময় শুধু মদ্যপ অবস্থায় ছিল। অন্য কোন মাদক পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসি বলছে গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ি ও মাদক সেবী। গ্রেফতারকৃত অভিযুক্তরা হলো মোঃ রুবেল মিয়া (২৫), পিতা- মৃত রহিম উদ্দিন, সাং- উত্তর শ্রীবরদী। রুবেলের বিরুদ্ধে ১৭টি মাদকের মামলা রয়েছে।গ্রেফতারকৃত আরেকজন সাতনী এলাকার লোকমানের পুত্রের রেজুওয়ান (২৭।রেজুওয়ানের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।অপর জন এলাকার খামারিয়া পাড়ার সাইদুর রহমানের পুত্র মোঃ মোশারফ হোসেন (২৫)। শেরপুর জেলার ডিবির ওসি রেজাউল ইসলাম খান বলেছেন ওরা সবাই মাদক কেনা-বেচা ও মাদক গ্রহন করে।আদালতের নির্দেশে সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন