সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় শেরপুরের গণমাধ্যম সম্প্রদায়

মোঃ সাইদুর রহমান সাদী
0
শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মো. মারুফুর রহমান
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 
শেরপুরে সম্প্রতি সাংবাদিকদের ওপর হুমকি ও সহিংসতার ঘটনা বাড়ছে। দুই দিন আগে সাংবাদিক সুলতান আহমেদ ময়না-কে দুইজন সাংবাদিক এবং এক জুড়া খুনির আসামী হুমকি দিয়েছেন।
এই ঘটনার কয়েকদিনের মধ্যে আনন্দ টিভি ও দৈনিক জনকণ্ঠের শেরপুর প্রতিনিধি এবং শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মারুফুর রহমান সরকারি জমিতে অবৈধ ভবন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন। হামলার নেতৃত্বে ছিলেন গোলাম রব্বানী টিটু, যিনি নিজেও একজন সাংবাদিক। তাকে আটক রেখে ক্যামেরা, মোবাইল ফোন এবং নগদ টাকা জোরপূর্বক নেওয়া হয়। এছাড়া মাথা ও চোখে আঘাত করা হয় এবং সরকারি জমি দখলের ভিডিও মুছে ফেলার পাশাপাশি মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
সাংবাদিক মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেন, সাংবাদিকদের মধ্যে হুমকি ও সহিংসতার ঘটনা পেশাগত দায়িত্ব পালনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর প্রভাব ফেলছে।
সাংবাদিক মারুফুর রহমান বলেন, “একজন সাংবাদিক হয়ে অন্য সাংবাদিকের ওপর হামলা ও হুমকি ভয়াবহ বার্তা বহন করছে। সাংবাদিক সমাজকে এখন সতর্ক থাকার প্রয়োজন।”
ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাংবাদিক মহল আশা করছেন, সকল পক্ষই নজরদারি রেখে এমন ঘটনা প্রতিরোধে সচেতন থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)