শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উপলক্ষে র‍্যালি ও বস্ত্র-খাদ্য বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উদযাপন উপলক্ষে রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও বস্ত্র-খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক সুজিত দাস সুমন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন চন্দ্র দাস।
প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, এনসিপি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির শ্রম সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান রয়েল, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শিপন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান নয়ন, শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম গোল্ডেন, সাবেক জেলা ছাত্রদল সভাপতি শওকত হোসেন শওকত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব চন্দ চন্দ্র, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর থানা সদস্য সচিব অমিত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট শহর শাখার আহ্বায়ক রবি সূত্রধর ও সদস্য সচিব পল্লব সরকার, সদর থানার আহ্বায়ক প্রদীপ চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে শেরপুরে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের হটলাইন, ত্রিপল-নাইন এবং সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ সবসময় চালু থাকবে।
প্রধান অতিথি অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সঙ্গে রয়েছে, আগামীতেও থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নারী ও শিশুদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)