মাতারপাড়া হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ে জামায়াতের সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
দিগপাইত প্রতিনিধি \ 
আজ ৫ অক্টোবর রবিবার দিগপাইত ইউনিয়নের মাতারপাড়া হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার আমীর ও জামালপুর-৫ (সদর) আসনের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ কামরুজ্জামান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার সাবেক আমীর মাওলানা মোঃ আ. ফ. ম. নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিগপাইত ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রেজাউল করিম মোমান, দিগপাইত ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল হক, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোখতার হোসাইন, সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আবু সাইদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সভায় বক্তারা সংগঠনকে শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার আহ্বান জানান। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)