বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেহেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ–কামালপুর মহাসড়কের বাট্টাজোড় কুলুবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা বেগম কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কাসিয়া পাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, “মঙ্গলবার সকালে আমি ও আমার বড় বোন রেহেনা বেগম মোটরসাইকেলে করে অসুস্থ ভাইকে দেখতে আসার পথে হঠাৎ পিছন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্তিয়াক আহম্মেদ বলেন, “সড়ক দুর্ঘটনায় রেহেনা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)