বকশীগঞ্জে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৭ অক্টোবর মঙ্গলবার সরকারি কিয়ামত উল্লাহ কলেজ হলরুমে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আঁখিবের সভাপতিত্বে, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক লাদেন আকন্দের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আল আমিন, কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম সৌরভ, সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়াম, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, শাকিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,সোহাগ মিয়া, প্রচার সম্পাদক উজ্জল মিয়া,সহ দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ দিপু, সহ সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, আমানুজ্জামান মর্ডান কলেজ ছাত্রদলের সহ-সভাপতি উজ্জল মিয়া, নীলাক্ষিয়া পাবলিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন মিয়া, মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রূপচাঁদ প্রমুখ। এসময় বকশীগঞ্জ উপজেলার সকল কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)