সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে নারী সমাবেশ ও ঘনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শেরপুর জেলা শহরের পৌরসভার ৩নং ওয়ার্ডের শেখহাটি এলাকার ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসার পাশে এক ধানের খলায় এ অনুষ্ঠান হয়। এতে শেরপুর সদর আসনের এমপি পদপ্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রূপন, মোঃ কামরুল হাসান, আহ্বায়ক কমিটির সদস্য হাসানুর রেজা জিয়া, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল, সাবেক জেলা বিএনপি সদস্য ও বেসিক ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সাবেক শিশু বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম তুহিন, জেলা শ্রমিকদলের সহসভাপতি ফয়সাল খান তোতা, জেলা যুবদলের সহসভাপতি মীর কাসেম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, সদস্য সচিব রুমান আহমেদ, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুমাইয়া আলম, যুবদল নেতা মোশারফ হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ বিপ্লব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, মোঃ ফারুক সরকার, মোঃ আল হাসান মিঠুন, জনাব মোঃ মেহেদী আল হাসান লিখন, মোঃ নাজিম আহমেদ, শামীম আহমেদ, মোঃ মাহিদুল ইসলাম নয়ন, মোঃ আজিজ, মোঃ আকিবুল হাসান আবির, মোঃ মেহেদী হাসান হৃসম, মোঃ রাকিবুল ইসলাম রকিশো, রবি সূত্রধর, মোঃ সীমান্ত ইসলাম, মোঃ রানির আল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া মহিলা দলের নেত্রী পারভীন আক্তার, রশিদা ইয়াসমিন কুলুম ও রোকেয়া বেগম পাপড়ীসহ অসংখ্য নারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।”
আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন