শেরপুরে বিএনপি নেত্রী সফুরা খাতুনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা শ্রমিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বর্ষীয়ান নেত্রী মরহুমা ছফুরা খাতুন-এর স্মরণে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে বাদ আছর এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোসাম্মৎ নুরজাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, জেলা যুবদলের সহসভাপতি কাজল মিয়া, জেলা শ্রমিক দলের সহসভাপতি ফয়সাল খান তোতা, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পপি আক্তার, শহর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা, সাবেক সাধারণ সম্পাদিকা সোহাগী বেগম, শহর মহিলা দলের সাবেক সদস্য হাসি বেগম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সাবেক শহর মহিলা দলের সহসভাপতি রুপনা বেগম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে মরহুমা সফুরা খাতুনের রাজনৈতিক জীবনের সাহসিকতা, ত্যাগ ও দলের প্রতি নিবেদন স্মরণ করেন। একপর্যায়ে সভাপতিত্বরত নুরজাহান আবেগাপ্লুত হয়ে তার সহযোদ্ধা নেত্রীর স্মৃতি রোমন্থন করতে গিয়ে কেঁদে ফেলেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক জনসভায় বোমা হামলার সময় সফুরা খাতুন বীরত্বের সঙ্গে নিজের হাতে বোমাটি সরিয়ে ফেলে নেত্রীকে রক্ষা করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি দীর্ঘ ১১ মাস কারাভোগ করেন।
শোকসভা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন শেরপুর শহরের এসআর মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আনাস।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)